প্রকাশিত: 27/05/2020
রাঙ্গুনিয়ায় ২২ দিনের ব্যবধানে ৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২ মে রাঙ্গুনিয়ায় প্রথম একজন নারীর দেহে করোনা শনাক্ত হয়েছিল।
সর্বশেষ ২৩ মে রাতে ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। নতুন শনাক্ত ৩ জনের মধ্যে একজন রাঙ্গুনিয়া থানা পুলিশের নায়েক, একজন চন্দ্রঘোনা কদমতলী এলাকার ৩৫ বছর বয়সী ব্যক্তি, তিনি স্বপরিবারে শহরে থাকেন। অন্যএকজন আবদুল খালেক নামে ৭৫ বছর বয়সী এক ব্যক্তি।
চমেক এ নমুনা দেয়ার সময় মোবাইল নং দেয়নি, পূর্ণাঙ্গ ঠিকানা না দিয়ে শুধু রাঙ্গুনিয়া লিখেছে বলে জানায় রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম।
রাঙ্গুনিয়ায় করোনা আক্তান্ত ৩৩ জনের মধ্যে সরফভাটা এলাকার ২ জন নারী সহ ৬ জন, রাঙ্গুনিয়া থানার ২ জন এএসআই সহ ৪ জন, সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের স্ত্রী-সন্তান সহ ১২ জন, রাঙ্গুনিয়া পৌরসভার ২ ও ৮ নম্বর ওয়ার্ডে ৩ জন, শান্তিরহাট ওয়াসা প্রজেক্টের একজন পুলিশের কনস্টেবল সহ ৪ জন, পারুয়ায় ১ জন মৃত সহ ২ জন, চন্দ্রঘোনা কদমতলী এলাকার ১ জন এবং এখন পর্যন্ত ১ জনের পরিচয় পাওয়া যায়নি।
এরমধ্যে অধিকাংশেরই দ্বিতীয় মেয়াদে নেগেটিভ আসে এবং ৩ জনের তৃতীয় মেয়াদে নেগেটিভ এসে সুস্থ হয়েছেন বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, রাঙ্গুনিয়ায় গত ২ মে উপজেলার সরকারি এক কর্মকর্তার বাসায় কর্মরত ৪৫ বছর বয়সী এক নারীর করোনা শনাক্ত হয়েছিল।
এরপর ১০ মে ৬ জন সরকারি কর্মকর্তা ও তাদের একজনের স্ত্রী ও অন্যজনের ২ বছরের শিশু এবং অন্য ২ জনের একজন পৌরসভার সৈয়দবাড়ি এবং দক্ষিণ নোয়াগাও এলাকারসহ মোট ১০ জন করোনা শনান্ত হয়।
১২ মে ভূমি অফিসের ২ জন কর্মচারীর শনাক্ত হয়। ১৪ মে সরফভাটার ৪০ বছর বয়সী এক পুরুষের করোনা শনাক্ত হয়। ১৭ মে ৫ জন শনাক্ত হয়।
তাদের মধ্যে ৪ জন শান্তিরহাট ওয়াসা প্রজেক্টে কর্মরত এবং অন্য ১ জনের বাড়ি পৌরসভার দক্ষিণ নোয়াগাও এলাকায়। ১৯ মে শনাক্ত হয় ৩ জনের।
তাদের মধ্যে ১ জন রাঙ্গুনিয়া থানার এএসআই, উপজেলা যুব উন্নয়ন দপ্তরের ১ জন এবং পারুয়া এলাকার ৬৫ বছরের এক বৃদ্ধ। যিনি করোনা লক্ষণ নিয়ে মারা যাওয়ার পর নমুনা নেওয়া হয়েছিল।
২০ মে ৬ জনের শনাক্ত হয়। তাদেরমধ্যে ৪ জন সরফভাটার, ১ জন পুলিশ কর্মকর্তা ও অন্যজনের বাড়ি পারুয়া এলাকায়। ২২ মে শনাক্ত হওয়া ২ জনের মধ্যে একজন সরফভাটার ২৯ বছর বয়সী চিকিৎসক, যিনি রাঙ্গুনিয়ার বাইরে সরকারি একটি হাসপাতালের মেডিকেল অফিসার এবং অন্যজন রাঙ্গুনিয়া থানার ৪২ বছর বয়সী নায়েক।
সর্বশেষ ২৩ মে রাঙ্গুনিয়ায় ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান জানায়, করোনা আক্রান্তের মধ্যে যারা উপজেলায় রয়েছেন তারা নিজ নিজ অবস্থানে লকডাউন অবস্থায় রয়েছেন।