স্পেনে কেভিড-১৯ মৃতদের স্মরণে ১০ দিনের রাষ্ট্রীয় শোক

প্রকাশিত: 28/05/2020

নিজস্ব প্রতিবেদন :

স্পেনে কেভিড-১৯ মৃতদের স্মরণে ১০ দিনের রাষ্ট্রীয় শোক

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে স্পেন।গতকাল বুধবার দেশটিতে সর্বশেষ করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত স্পেনে করোনায় ২৭ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে।

এবার করোনায় মৃত ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে ১০ দিনের বিশেষ শোক ঘোষণা করেছে স্পেন সরকার।

বুধবার থেকে শুরু হয়ে আগামী ১০ দিন অর্থাৎ ৫ জুন পর্যন্ত দেশজুড়ে জাতীয় শোক পালন করা হবে বলে মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে জানান সরকারের মুখপাত্র মারিয়া জেসুস।

এ ছাড়া রয়েছে বিশেষ কিছু কার্যক্রমের আয়োজন।

মারিয়া জেসুস বলেন, এই সময়ে দেশের সরকারি সব ভবনে পতাকা অর্ধনমিত রাখা হবে। নৌবাহিনীর জাহাজেও পতাকা অর্ধনমিত থাকবে।

উল্লেখ্য, বিশ্বে যে কয়টি দেশ করোনার ভয়াবহ তাণ্ডবের দৃশ্য দেখে গিয়েছিল, স্পেন ছিল সেই তালিকার একদম প্রথম সারিতে। মাত্র কয়েক দিন আগেও এই বৈশ্বিক মহামারীর কারণে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল ইউরোপের এ দেশটি।

ওয়ার্ল্ডওমিটারসে দেয়া তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৮৩ হাজার ৮৪৯ জন।এদের মধ্যে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন

×