প্রকাশিত: 28/05/2020
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গতকাল বুধবার রাতে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ৫ জন রোগী নিহতের ঘটনায় গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।জানা গেছে, ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে এই মামলা দায়ের করেছে।
এদিকে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৪ জনের দাফন গতকাল রাতে সম্পন্ন করা হয়েছে।বাকি একজনের লাশ আজ চট্টগ্রামে দাফন করা হবে।
অপরিদকে, অগ্নিকাণ্ডের ঘটনার পর ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর দুঃখ প্রকাশ করেছে।
এছাড়া আজ সকালে সিআইডির ক্রাইম সিন বিভাগ ঘটনাস্থল থেকে অগ্নিকান্ডের আলামত সংগ্রহ করেছে।সিআইডির সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে- সেটি তদন্ত করতে আলামত সংগ্রহ করছি।
এ ঘটনায় ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৭ মে) দিবাগত রাতে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন জানান, সাত কার্যদিবস শেষে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।