প্রকাশিত: 30/05/2020
লক্ষীপুরে জ্বর, সর্দি ও ডায়রিয়া নিয়ে ৫০ বছর বয়সী এক জন মারা গেছে। আজ (৩০ মে) শনিবার সকালে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। আজ সকাল ১১টার দিকে সদর হাসপাতালের মেডিকেল অফিসার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার (৩০মে) সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জের লতিফপুর গ্রামের এক জন বৃদ্ধ লোক মারা যান, ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। গত কয়েকদিন ওই লোকের শরীরে জ্বর, সর্দি ও ডায়রিয়া ছিল।
এগুলো করোনা উপসর্গ হওয়ায় খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে পুলিশ ২টি বাড়ি লকডাউন করে দিয়েছে। লক্ষীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, মারা যাওয়া ওই বৃদ্ধের শরীরে জ্বর, সর্দি ও ডায়রিয়া ছিল, আজ সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আমরা তার নমুনা সংগ্রহ করেছি। ধর্মীয় বিধান অনুযায়ী তাহার মরদেহ দাফন করা হবে।