করোনার ভয়কে উপেক্ষা করে রাঙ্গুনিয়ার পল্লী চিকিৎসকদের চিকিৎসা সেবা প্রশংসনিয় ৷

করোনার ভয়কে উপেক্ষা করে রাঙ্গুনিয়ার পল্লী চিকিৎসকদের চিকিৎসা সেবা প্রশংসনিয় ৷

 

করোনা ভাইরাসে পুরো বিশ্ব আজ কাঁপছে ৷প্রতিদিন নতুন রোগীর মিছিল আর মৃত্যুর মিছিল জনমানুষকে ভাবিত করে তুলছে ৷

সন্মানিত চিকিৎসক বৃন্দ যথাসাধ্য প্রানপন চেষ্টা করছেন রোগীদের সেবা দিতে ৷

রাঙ্গুনিয়া উপজেলার গ্রাম ডাক্তারদের নিরলস স্বাস্থ্য সেবা এই মুহুর্তে সর্বমহলে প্রশংসা অর্জন করেছেন ৷গ্রাম বাংলার মানুষজন সাধারনত নিম্ন আয়ের  ধারনে অব্যাস্ত ৷সেই অনুপাতে শতকরা ৮০ জন মানুষের চিকিৎসা পল্লী চিকিৎসকরাই করেন  ৷আজকের এই করোনা পরিস্থিতিতে তারা ও পারতেন ঘরে বসে থেকে নিজেকে নিজের পরিবারকে নিরাপদে রাখতে ৷

বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যান সোসাইটি রাঙ্গুনিয়া উপজেলার সাধারন সম্পাদক পল্লী চিকিৎসক এস কে বল শুভ বলেন ,প্রতিনিয়তই জীবনকে ঝুঁকির দিকে রেখে আমরা পল্লী চিকিৎসকেরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি ৷জানিনা সৃষ্টিকর্তা আমাদের কে কতটুকু নিরাপদে রাখবেন বা আমরা কতটুকু নিরাপদে থাকতে পারবো ৷তারপরও যথাসাধ্য চেষ্টা করছি স্বাস্থ্য বিধি মেনে যতটুকু পারি রোগীদের সেবা দিতে ৷উত্তর রাঙ্গুনিয়ার পল্লী চিকিৎসক নিপন কান্তি পাল অনেকটাই আক্ষেপের সুরেই বলেন ,আমরা প্রতিনিয়ত জীবন বাজী রেখেই এই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি ৷বর্তমান এই করোনা পরিস্থিতিতে যেহেতু অনেক নামকরা ডাক্তার রোগীদের সেবা দিচ্ছেন না ,সেখানে আমরা পল্লী চিকিৎসকরাই সর্বোচ্ছ সেবা দেয়ার চেষ্টা করছি ৷তিনি বলেন সবসময় আতংকের মধ্যে থাকি কখন নিজেও করোনায় আক্রান্ত হই ৷সবচেয়ে দুঃখ লাগে করোনার চেয়েও ভয়ংকর সামাজিক গুজব ,যখন একজন জ্বর আক্রান্ত রোগীকে চিকিৎসা দিতে যাই ,তখন সমাজের অন্য মানুষেরা বলেন ঐ ডাক্তার করোনা রোগীর চিকিৎসা করেছেন ,তার কাছে যাওয়া যাবে না ৷

পল্লী চিকিৎসক প্রবীর কুমার দে (রুবেল ) শান্তিনিকেতন একজন প্রতিভাবান চিকিৎসক ,জানতে চাইলে তিনি বলেন ,এই মুহুর্তে সর্বোচ্চ  ঝুঁকিতে আছি আমরা যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছি ৷সবসময় আতংকের মধ্যে থাকি ,কারন প্রতিনিয়ত কল এর মাধ্যমে রোগী দেখতে যেতে হয় ৷যতটুকু সম্ভব চেষ্টা করি স্বাস্থ্যবিধি মেনেই রোগীর শতভাগ চিকিৎসা সেবা দিতে ৷যেহেতু মহান চিকিৎসা সেবার ব্রত নিয়ে এই পেশায় এসেছি ,সেহেতু সব পরিস্থিতিকে মোকাবেলা করেই সবসময় চিকিৎসা সেবা দিয়ে যাবো ৷আজকের এই পরিস্থিতিতে অনেক রোগী সাধারন সর্দি জ্বর নিয়ে অনেক রোগীই কষ্ট পেতেন যদি না পল্লী চিকিৎসকরা চিকিৎসা সেবা বন্ধ রাখতেন ৷

পল্লী চিকিৎসক রাজীব শীল বলেন ,আজকের এই করোনা পরিস্থিতিতে আমরা সবসময় রোগীদের পাশে থাকার চেষ্টা করছি ৷সবসময় আতংকের মধ্যে থাকি আমরা ,কারন গ্রামের মানুষজন এখনো যথেষ্ট সচেতন ভাবে চলা ফেরা করছেন না ৷

আজকের এই পরিস্থিতিতে সত্যিই পল্লী চিকিৎসকরা গ্রামবাংলার মানুষের শতভাগ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ৷সর্বমহলে আজ পল্লীচিকিৎসকদের এই সেবা প্রশংসনিয় হয়েছে ৷

আরও পড়ুন

×