রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের উদ্যেগে ৬ষ্ঠ দফায় ৫০ পরিবারের মাঝে সহায়তা

রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের উদ্যেগে ৬ষ্ঠ দফায় ৫০ পরিবারের মাঝে সহায়তা

Covid করোনা ভাইরাসের কারনে বিশ্বব্যাপী অর্থনীতি স্থবির হয়ে আছে ৷লকডাউন চলা কালীন সময়ে জনজীবন আজ খুবই বিপর্যস্ত ৷জীবন জীবিকা আজ থমকে গেছে ৷কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ ৷এই পরিস্থিতিতে সবাই খুব কষ্টে আছে ৷

সেই আলোকে রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের পক্ষ থেকে রাঙ্গুনিয়া রাউজান ,বহলপুর ,পাহাড়লী এলাকার কর্মহীন ৫০ পরিবারের মাঝে ৩১ মে (রবিবার )নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং নগদ আর্থিক সহায়তা করা হয় ৷

সংগঠনের প্রতিষ্টাতা শ্রী টিটু কুমার দত্ত এই প্রতিবেদককে বলেন ,আমরা চেষ্টা করেছি এই সময় কর্মহীন মানুষের পাশে সঙ্গী হতে ৷

উল্লেখ্য  যে লকডাউন চলাকালীন সময়ে ৫ম ধাপে প্রায় ৪২৫ পরিবারের মাঝে ভালবাসার উপহার পৌঁছে দেয়া হয় ৷

রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের এই মহাযজ্ঞে অনেকে প্রশংসা করেন৷

এই সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতিষ্টাতা ,বিশিষ্ট গীতা ও চন্ডী পাঠক শ্রী টিটু কুমার দত্ত ৷সংগঠনের উপদেষ্টা শ্রীকান্ত    চৌধুরী ,রাউজান ঐশি বিউটি পার্লারের কর্নধার শ্রীমতি সোমা দাশ ,শ্রী চন্দন আইচ প্রমুখ

আরও পড়ুন

×