প্রকাশিত: 31/05/2020
Covid করোনা ভাইরাসের কারনে বিশ্বব্যাপী অর্থনীতি স্থবির হয়ে আছে ৷লকডাউন চলা কালীন সময়ে জনজীবন আজ খুবই বিপর্যস্ত ৷জীবন জীবিকা আজ থমকে গেছে ৷কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ ৷এই পরিস্থিতিতে সবাই খুব কষ্টে আছে ৷
সেই আলোকে রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের পক্ষ থেকে রাঙ্গুনিয়া রাউজান ,বহলপুর ,পাহাড়লী এলাকার কর্মহীন ৫০ পরিবারের মাঝে ৩১ মে (রবিবার )নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং নগদ আর্থিক সহায়তা করা হয় ৷
সংগঠনের প্রতিষ্টাতা শ্রী টিটু কুমার দত্ত এই প্রতিবেদককে বলেন ,আমরা চেষ্টা করেছি এই সময় কর্মহীন মানুষের পাশে সঙ্গী হতে ৷
উল্লেখ্য যে লকডাউন চলাকালীন সময়ে ৫ম ধাপে প্রায় ৪২৫ পরিবারের মাঝে ভালবাসার উপহার পৌঁছে দেয়া হয় ৷
রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের এই মহাযজ্ঞে অনেকে প্রশংসা করেন৷
এই সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতিষ্টাতা ,বিশিষ্ট গীতা ও চন্ডী পাঠক শ্রী টিটু কুমার দত্ত ৷সংগঠনের উপদেষ্টা শ্রীকান্ত চৌধুরী ,রাউজান ঐশি বিউটি পার্লারের কর্নধার শ্রীমতি সোমা দাশ ,শ্রী চন্দন আইচ প্রমুখ