প্রকাশিত: 31/05/2020
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী এবং দিনাজপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র তহবিল থেকে খাদ্যসহায়তা পেলেন ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়া ৬০০ পরিবার।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নে গত ২৪ মে রবিবার রাতে ঝড় ও ভারী বৃষ্টিতে ঘর-বাড়ি হারিয়ে নিঃশ্ব হয়ে পড়ে ৬০০ পরিবার। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হ’ল, রামভদ্রপুর, দুধিপুকুর, চককবির, পলিশিবনগর, শিবনগর, গঙ্গাপ্রসাদ, মহেশপুর ও চাকলাপাড়া।
গতকাল রবিবার মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র নির্দেশে শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ত্রাণ কমিটির আহবায়ক অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ত্রাণ কমিটির সদস্য সচিব মঞ্জু রায় চৌধুরী, শিবনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ফুলবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এএসএম নাসিম মাহমুদ প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল বলেন, গত রবিবার (২৪ মে) রাত ১১টায় আকস্মিক ঝড় ও বৃষ্টিতে শিবনগর ইউনিয়নসহ পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষয়ক্ষতি হয়।
তাৎক্ষণিকভাবে এমপি মহোদয়কে জানানো হলে তিনি নিজ তহবিল থেকে সহায়তা প্রদান করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, ঝড় ও বৃষ্টির রাতেই ঘটনাস্থালে রাতভর ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে উদ্ধার কাজ চালানো হয় এবং এলাকার সংসদ সদস্যকে জানানো হলে তিনি নিজ তহবিল থেকে ৬০০ পরিবারের মাঝে খাদ্যসহায়তা প্রদান করেন।