রাঙ্গুনিয়ায় করোনা মৃতদেহ সৎকার সেচ্ছাসেবক সংঘ গঠিত

রাঙ্গুনিয়ায় করোনা মৃতদেহ সৎকার সেচ্ছাসেবক সংঘ গঠিত

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারনে মানুষ আজ অসহায় হয়ে পড়েছে ৷

আজ করোনায় মৃত্যু বরন না করলেও আজ সামাজিক কুসংস্কারে জর্জরিত হয়ে মৃত ব্যাক্তির দাফন বা সনাতনীদের শবদেহ দাহ করার জন্য এগিয়ে আসেনা সমাজ এমনকি আত্মীয় স্বজন পর্যন্ত ৷

ঠিক এই সময়ে সারা বাংলাদেশে এমন অনেক সংগঠন সেচ্ছাসেবকের দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে মৃত জনের শেষের দিনের বন্ধু হতে ৷

তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে চট্টগ্রাম জেলার অন্তর্গত রাঙ্গুনিয়া উপজেলায়ও যে সমস্ত সনাতনী মানুষজন  করোনা অথবা করোনার উপসর্গ নিয়ে মারা যাবে তাদের শেষের দিনের বন্ধু হতে রাঙ্গুনিয়া মৃতদেহ সৎকার সেচ্ছাসেবক সংঘ নামে একটি সংগঠন গঠিত হয়েছে ৷

রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে সংবাদকর্মী এবং বাউল শিল্পী শ্রীকান্ত চৌধুরী কে প্রধান সমন্বয়কারী , রাঙ্গুনিয়া উপজেলার শারদাঞ্জলী ফোরামের সাধারন সম্পাদক অভি দাশকে আহবায়ক এবং  একই সংগঠনের মুন্না চৌধুরী সদস্য সচিব করে একটি কমিটি গঠিত হয় ৷

সেচ্ছাসেবী সংগঠনের আহবায়ক অভি দাশ বলেন ,আমরা প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভা থেকে ইচ্ছুক  সেচ্ছাসেবকদের নিয়ে অসহায় সনাতনীদের পাশে দাড়াবো ৷

রাঙ্গুনিয়া উপজেলায় করোনা আক্রান্ত হয়ে কোন সনাতনী মারা গেলে এই সংগঠনের সাথে যোগাযোগ এবং এই কাজে সকল ধরনের সহযোগীতা করার জন্য প্রশাসন সহ সকল  স্তরের সচেতন মানুষকে সহযোগীতা করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন প্রধান সমন্বয়কারি শ্রীকান্ত চৌধুরী ৷

আরও পড়ুন

×