প্রকাশিত: 04/06/2020
নীলফামারীর ডিমলা উপজেলায় চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৪-জুন) সকালে স্থানীয় খাদ্য গুদাম চত্ত্বরে এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়। খাদ্য বিভাগ সুত্রে জানা যায় এবারের চলতি মৌসুমে লটারির মাধ্যমে নির্বাচিত ২ হাজার ২শত ১৩ জন কৃষকের মাঝ থেকে ২৬ টাকা দরে ২ হাজার ২ শত ১৩ মেট্টিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়াও উপজেলার মিল চাতাল মালিকদের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৯ শত ৩৯ মেট্টিক টন চাল সংগ্রহ করা হবে।
উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, চাতাল ব্যবসায়ী, কৃষক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।