প্রকাশিত: 07/06/2020
জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন ফ্লে-মিটার ও থার্মাল এস্কানার সহ সাত প্রকারের চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হয়েছে।
শনিবার (৭-জুন) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ডিমলা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কর্তব্যরত চিকিৎসক ও নার্স সহ চিকিৎসা সেবায় ব্যবহারের জন্য এগুলো সরবরাহ করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় পাল্স পরিক্ষা-নিরিক্ষা মেশিন ২টি, অক্সিজেন ফ্লে-মিটার ৫টি, থার্মাল এস্কানার ২টি, হ্যাক্সিসল্ড ২৫০ এম.এল ২০০ টি, ওয়ান টাইম হ্যান্ডগ্লোবস্ ৫০ প্যাকেট ৫ হাজার পিস, ফেস সিল্ড ২০০ টি করেনার নমুনা সংগ্রহের জন্য থাই গ্লাস দ্বারা তৈরীকৃত বুধ তুলে দেন ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিরঞ্জন কুমার রায়ের হাতে।
এসময় উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী ও ভারপ্রাপ্ত অফিস সুপার রোকনুজ্জামান রোকন, সাংবাদিক জাহাঙ্গীর রেজা, বাদশা সেকেন্দার ভুট্টু প্রমুখ উপস্থিত ছিলেন।