প্রকাশিত: 07/06/2020
আফগানিস্তানে তালেবান জঙ্গিদের লক্ষ্য করে পুনরায় বিমান হামলা চালু করেছে যুক্তরাষ্ট্র। তালেবানের ঘাঁটি টার্গেট করে হামলা চালিয়েছে ওয়াশিংটন।
গত শুক্রবার তালেবানের ফারাহ প্রদেশে এ হামলা চালানো হয়। এতে এক কমান্ডারসহ ১৩ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল লেজেট।
কর্নেল লেজেট জানিয়েছেন, শুক্রবারের ওই হামলা ছাড়াও বিভিন্ন স্থানে তালেবানের ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তিনি এখনো আশা করেন, তালেবানরা শান্তিপূর্ণ অবস্থানে ফিরে যাবে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে সেনা প্রত্যাহারের চুক্তি স্বাক্ষরের পর আফগানিস্তানে সহিংসতা কমে আসবে বলে আশা করেছিলেন বহু পর্যবেক্ষক।
তবে বন্দি বিনিময়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নে আফগান সরকারের অনীহার কারণে শান্তি আলোচনা থমকে গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে সরকারি বাহিনীর ওপর জঙ্গি হামলার ঘটনাও বেড়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রও তালেবানের বিরুদ্ধে আবারো সক্রিয় হয়ে উঠছে।