প্রকাশিত: 09/06/2020
রামগতিতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চর মেহার আর্দশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন (৫৩ )এর মৃত্যু হয়েছে। মৃত কামাল উদ্দিন রামগতি পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। মঙ্গলবার সকালে নোয়াখালীর একটি প্রাইভেট হাস পাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃকামনাশিষ মজুমদার জানান ,গত দুইদিন ধরে কামাল উদ্দিন জ্বর ও শ্বাস কষ্টে ভূগছিলেন।অবস্থার অবনতি হলে সোমবার তাকে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।জ্বর ও শ্বাস কষ্ট বেড়েগিয়ে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। তিনি জানান করোনা ভাইরাসের (জ্বর ও শ্বাস কষ্ট) লক্ষণ থাকায় পরীক্ষার জন্য মৃত দেহের নমুনা সংগ্রহ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে পাঠানো হয়েছে এবং তার বাড়ী লক ডাউন করে দেওয়া হয়েছে।