প্রকাশিত: 09/06/2020
নীলফামারীর ডিমলায় নোভেল করোনা ভাইরাসের কারনে চিকিৎসা সেবা বঞ্চিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামুল্যে প্রাথমিক
চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। মঙ্গলবার (৯-জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ফরেষ্ট বাজার মাঠে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এর ব্যক্তিগত সহকারী সাইয়েন কাদির সরকার কাননের আয়োজনে ও ডিমলা
উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদের সদস্য ফেরদৌস পারভেজের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের
উদ্বোধন করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চিকিৎসা সেবা প্রদান করেন, রংপুর সরকারী মেডিকেল কলেজের এম,বি,বি,এস.পি,জি,টি(মেডিসিন)ডাঃ সোহাগ হোসেন। সাইয়েন কাদির বলেন, পয্যায়ক্রমে উপজেলার ১০ টি ইউনিয়নে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হবে।