ভারতের দিকে ফের ধেয়ে আসছে পঙ্গপাল

প্রকাশিত: 10/06/2020

নিজস্ব প্রতিবেদন :

ভারতের দিকে ফের ধেয়ে আসছে পঙ্গপাল

করোনায় ভয়াবহ অবস্থার মধ্যে ফের ভারতের দিকে ধেযে আসছে পঙ্গপাল।কেন্দ্রীয় পঙ্গপাল সতর্কীকরণ সংস্থা জানিয়েছে, দেশটির দিকে বর্ষার মৌসুমে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল ধেয়ে আসছে।

আফ্রিকার দেশগুলো থেকে পঙ্গপালের দল মৌসুমি বায়ুতে ভর করে আরব সাগর হয়ে ইতিমধ্যে পাকিস্তানে ঢুকে পড়েছে।

এবার সেখান থেকে ভারতে পাঞ্জাব ও রাজস্থানে ঢুকে পড়বে বলে আগাম সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় পঙ্গপাল সতর্কীকরণ সংস্থা।

গত মে মাসের মাঝামাঝি সময়ে প্রথম দফায় এক ঝাঁক পঙ্গপাল ভারতের রাজস্থানের আজমেরে প্রবেশ করে। এবার সংখ্যায় তারা অনেক বেশি বলে জানানো হয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ভারতকে সতর্ক করে দিয়েছিল যে, আগামী ২২ জুনের মধ্যে পাকিস্তান থেকে আরও কয়েক ঝাঁক পঙ্গপাল ভারতে প্রবেশ করবে।

আরও পড়ুন

×