প্রকাশিত: 10/06/2020
নাইজেরিয়ায় জঙ্গিদের হামলায় কমপক্ষে ৫৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে বন্দুকধারীরা দেশটির উত্তরের বোর্নো স্টেটের গুবিও জেলার প্রত্যন্ত গ্রামে ঢুকে অতর্কিত এ হত্যাকাণ্ড চালায়।
মানুষকে হত্যার পাশাপাশি গ্রামটিতে ধ্বংসলীলা ও লুটপাট চালানো হয়েছে। তবে এখনও কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এসব অঞ্চলে বোকো হারাম ও আইএস সমর্থিত জঙ্গিরা প্রায়ই হত্যাযজ্ঞ চালিয়ে থাকে।
বোর্নোর রাজধানী শহর মাইদুগুরি থেকে ৮০ কিলোমিটার দূরের গ্রাম ফাদুমায় প্রায়ই জঙ্গি হামলার ঘটনা ঘটে থাকে। জঙ্গিদের হামলা ও লুটপাত থেকে গ্রামটিকে রক্ষা করার জন্য ১০০ জনের বেশি নিরাপত্তা রক্ষী ও স্থানীয় লোক নিয়ে মিলিশিয়া বাহিনী গঠন করেছিল কর্তৃপক্ষ। ওই গ্রামেই মঙ্গলবার ফের হামলা চালিয়েছে জঙ্গিরা।
জঙ্গি বিরোধী মিলিশিয়া বাহিনীর নেতা বাবাকুরা কোলো বলেন, যে গ্রামে হামলা চালানো হয়েছে সেখান থেকে ৫৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের কেউ কেউ গুলিতে নিহত হয়েছেন। অন্যদের মৃত্যু হয়েছে গাড়ির চাকায় পিষ্ট হয়ে।
আফ্রিকা অঞ্চলের দুর্ধর্ষ জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এবং আইএস সমর্থিত জঙ্গিগোষ্ঠী আইএসডব্লিউএপি উভয়পক্ষই প্রায়ই নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা ও হত্যাযজ্ঞ চালিয়ে থাকে। এক দশক ধরে বোকো হারামসহ জঙ্গিদের হামলায় অন্তত ৩৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গৃহহারা হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ।