কাদির পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ কার্যক্রম অনুষ্ঠিত মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার

কাদির পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ কার্যক্রম অনুষ্ঠিত মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ কার্যক্রমের অংশ হিসাবে আজ সকাল ১১ টায় লক্ষ্মীপুরের কমলনগরস্থ কাদির পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার অনুষ্টিতি হয়।

সাক্ষাৎকার দেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের (প্রাক্তন চেয়ারম্যান)। সাক্ষাৎকর গ্রহণ করে ৭ম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার নিশি ও মিম । অন্যান্য ছাত্র-ছাত্রীরা প্রতিবেধন তৈরীকরেন ।

এতে সার্বিক তত্ত্বাবধান করেন প্রতিষ্ঠান প্রধান এ কে এম ইকবাল হোসেন,সহযোগিতায় নাসির মাহমুদ (বিএস-সি) ও ৭ম শ্রেণির শ্রেণি শিক্ষক মোঃ নোমান । সকালে ছাত্র/ছাত্রীরা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুতাহের কে ফুলেল শুভেচ্ছা জানান এবং ছাত্রীরা মুক্তিযোদ্ধার জন্য স্থানীয় পিঠা তৈরী করে আনেন। মুক্তিযোদ্ধা তার যুদ্ধের স্মৃতি চারণ করেন। ছাত্র/ছাত্রীদের কে দেশপ্রেমে জাগ্রত হওয়ার জন্য আহ্বান জানান ।

আরও পড়ুন

×