প্রকাশিত: 11/06/2020
চিকিৎসক হওয়া সেবামূলক ও সম্মানজনক পেশা। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার উত্তম পেশার একজন মানবহিতৈষী ডাক্তার হলেন ডাঃ মোঃ ফাইজুর রহমান ফয়েজ। আত্মসেবামূলক এই পেশায় ইতিমধ্যেই সে সাধারণ দরিদ্র মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে। সুচিকিৎসা থেকে বঞ্চিত এবং এর ব্যয় বহন যাদের জন্য কষ্টসাধ্য সেসব সাধারণ দরিদ্র মানুষে স্বাস্থ্য সেবা প্রদানে ডাঃ ফাইজুর নিবেদিত প্রাণ। তাঁর ধ্যান জ্ঞানে আর্তমানবতার সেবা করার মহান মনোবৃত্তি , তাকে সাধারণ মানুষের ডাক্তার হিসাবে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। অমায়িক ভদ্র , নির্মোহ হিসেবে পরিচিত ডাঃ ফাইজুর রহমান আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়নের খান মোহাম্মদ সরকার বাড়ির সম্ভ্রান্ত এক পরিবারে জন্ম। পিতা মোঃ আতাউর রহমান , পিতামাতার স্বপ্নপূরণ করে চিকিৎসক হওয়া ও দরিদ্র মানুষে চিকিৎসা সেবা প্রদানে পিতামাতার ইচ্ছাকে সে পরিপূর্ণভাবে মূল্যায়ন করে আসছে। তাঁর ডাক্তারী পেশার বিদ্যাপীঠ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ , ৩৩ তম বিসিএসে কৃতিত্বের সহিত উত্তীর্ণ ও সরকারি চিকিৎসক হয়ে নিজ জেলায় নিয়োগপ্রাপ্ত হয়। সব এলাকায়ই মেধা যোগ্যতায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ পজিশনে কর্মরত সন্তান আছে , সবাই আবার এলাকার কৃতি সন্তান হতে পারে না , এ তারা আবার দেশেরও সুনাগরিক হতে পারে না। কৃতি সন্তান বা সুনাগরিক হতে হলে মানুষের প্রয়োজনে বা উপকারে আসতে হয়। এ বিবেচনায় দীর্ঘ প্রায় অর্ধ যুগের বেশী সময় ধরে ডাঃ ফাইজুর রহমান আশুগঞ্জের কৃতি সন্তান হয়ে মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত। নিজ উপজেলার দরিদ্র ও সাধারণ মানুষের প্রতি তাঁর ভালবাসা ও মাটির টানে নিজ এলাকায় আসার যে মনোভাব , তা সর্ব মহলে প্রশংসনীয়। কেননা সরকারি ডাক্তাররা শহরকেন্দ্রিক নিজ চেম্বারে অধিক আয়ে গ্রামে থাকতে না চাওয়ার অনীহা প্রায়ই বিভিন্ন মিডিয়ায় উঠে আসে। এর বিপরীতে ডাঃ ফাইজুর স্বপ্রণোদিত হয়ে মাটির টানে , গ্রামগঞ্জের মানুষের প্রতি সেবার প্রবল ইচ্ছায় সেবাদান কার্যক্রম অব্যাহত রেখেছে। অর্থ আয়ের নেশায় বুদ না হয়ে সে সাধারণ মানুষের রোগ নিরাময়ে কখনো বিনামূল্যে , কখনো নাম মাত্র খরচ নিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। ডাঃ ফাইজুর রহমান তাঁর সার্বিক তত্বাবধানে বছরে একাধিকবার মেডিসিন, অর্থোপেডিক, চক্ষু, নাক, কান, গলা, মা ও শিশু, বক্ষব্যাধি , হৃদরোগ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার এনে ফ্রী মেডিকেল ক্যাম্প করে অসহায় দরিদ্র মানুষে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। একইসাথে তাদের সেবা ও সহায়তায় চিকিৎসা শেষে লক্ষাধিক টাকার ঔষধ বিতরণও করে আসছে। কীর্তি গুণে সর্বসাধারণে মুখে মুখে ডাঃ ফাইজুর সমাদৃত। এছাড়াও বৈশ্বিক মহামারী করোনায় নিরাপত্তা সরঞ্জামের অপ্রতুলতায় দেশের চিকিৎসকরা যেখানে জীবন রক্ষায় অনিরাপদ , এ বিপর্যস্ত সময়ে ডাঃ ফাইজুর রহমান ফয়েজ তাঁর চিকিৎসা সেবা অব্যাহত রাখার পাশাপাশি - ব্যক্তিগত উদ্যোগে সহস্রাধিক অসহায় নিম্ন আয়ের মানুষে ত্রাণ সামগ্রীও বিতরণ করেছে। আশুগঞ্জে চেম্বার করা তাঁর আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারে সর্বদায় রোগীদের ভিড় লেগেই থাকে। চিকিৎসায় অধিক টাকা খরচের চিন্তা না থাকায় আশুগঞ্জের সকল ইউনিয়নের সাধারণ দরিদ্র অসুস্থ মানুষ নিঃসঙ্কোচে তাঁর চেম্বারে আসে। তাঁর অমায়িক আচরণ ও হাঁসিমুখে চিকিৎসা দেওয়ার আন্তরিকতায় তারা মুগ্ধ। শ্রম মেধা ও মানবিকবোধ সম্পূর্ণ কৃতি সন্তান মানুষের মন মগজে কীর্তিমান হয়ে বেচেঁ থাকে যুগ যুগান্তর , ডাঃ মোঃ ফাইজুর রহমান ফয়েজ মানব সেবার কর্মগুণে তাদেরই একজন। তাঁর চিকিৎসা সেবায় সুস্থ মানুষ তাদের আত্মার অন্তঃস্থল থেকে তাঁর জন্য দোয়া করে। আমরা তাঁর সুস্থ , সুন্দর , সফল কর্ম জীবন ও মহান আল্লাহ তায়ালায় তাঁর সুখ স্বাচ্ছন্দ্যময় দীর্ঘজীবন কামনা করি।
ডাঃ মোঃ ফাইজুর রহমান এর আদ্যোপান্তঃ- ডাঃ মোঃ ফাইজুর রহমান (ফয়েজ) MBBS. BCS (স্বাস্থ্য) PGT (মেডিসিন ও কার্ডিওলজী) CCD , ( বারডেম ) , CMU (ঢাকা)। বুকে ব্যাথা , বুকে চাপ , বুক ধরফর শ্বাসকষ্ট , মেডিসিন , ডায়াবেটিস , হৃদরোগ বাতজ্বর , গ্যাষ্টোলিভার , ব্রেইন , স্ট্রোক রোগের চিকিৎসক। মেডিকেল অফিসার , সদর হাসপাতাল , ব্রাহ্মণবাড়িয়া। EX - HMO শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল , ঢাকা। আশুগঞ্জে চেম্বার্ঃ- আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার , পশ্চিম বাজার , আশুগঞ্জ , ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ - ০১৯৮১ - ৫৭১২৭২ , ০১৭১১- ৩২১৩১৯। রোগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ।