প্রকাশিত: 12/06/2020
বিশ্বজুড়ে প্রতিদিন হু হু করে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার ব্রিটেনকে পিছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এলো ভারত।আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়ার পরেই এখন ভারত।
গতকাল বৃহস্পতিবার ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন।২ লক্ষ ৯১ হাজার ১৯১ জন। এদিকে ভারতে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯৮ হাজার ১৯১ জন।
মৃত্যু ব্রিটেনে অনেক বেশি। ৪১ হাজার ২৭৯ জন। ভারতে বৃহস্পতিবার পর্যন্ত মোট মৃত্যু ৮ হাজার ৪৮৯ জন।
ভারতের মধ্যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত রাজ্য হল মহারাষ্ট্র, তামিলনাড়ু ও দিল্লি। পশ্চিমবঙ্গে সংক্রমণ বাড়লেও মৃত্যুর হার কম। সুস্থতার হার বেশি। জুনেই ভারতে আক্রান্তের সংখ্যা সর্বাধিক।