কোভিড-১৯ বিস্তার, চীনা প্রেসিডেন্টের বিরুদ্ধে ভারতে মামলা

প্রকাশিত: 12/06/2020

নিজস্ব প্রতিবেদন :

কোভিড-১৯ বিস্তার, চীনা প্রেসিডেন্টের বিরুদ্ধে ভারতে মামলা

করোনাভাইরাস (কোভিড-১৯) আতষ্কে গোটা বিশ্ব। কোথা থেকে এই ভাইরাসের উৎপত্তি তা এখনো জানা যায়নি।তবে এর মধ্যেই করোনাভাইরাস ছড়ানোর জন্য চীনকে দায়ী করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নামে আদালতে মামলা দায়ের করে বসলেন ভারতীয় রাজ্য বিহারের এক বাসিন্দা।

বিশ্বের করোনা পরিস্থিতিতে চটে লাল মুরাদ আলি সরাসরি আদালতে চলে গিয়েছেন। মামলা দায়ের করেছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, গোটা ঘটনার সাক্ষী হিসেবে তিনি দু’‌টি নাম নিয়েছেন।

আর তারা হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালত এই মামলা শুনতেও রাজি হয়েছে। শুনানির তারিখ দেয়া হয়েছে ১৬ জুন।

আইনজীবী মুরাদ আলি ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০, ২৭১, ৩০২, ৩০৭, ৫০০, ৫০৪ এবং ১২০ (খ ) ধারায় মামলা রুজু হয়েছে।

মুরাদ আলির দাবি, সমস্ত গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে প্রচারিত হওয়া তথ্যই তার অভিযোগের ভিত্তি।

আরও পড়ুন

×