লক্ষ্মীপুরের কমলনগরে ব্যাংক কর্মকর্তাসহ আরও ১১ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: 13/06/2020

নাসির মাহমুদ

লক্ষ্মীপুরের কমলনগরে ব্যাংক কর্মকর্তাসহ আরও ১১ জন করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুরের কমলনগরে ব্যাংক কর্মকর্তাসহ আরও ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্ত এ ১১ জন নিয়ে কমলনগরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। এদের মধ্যে ১৬ জন সুস্থ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের জানান, আক্রান্তদের মধ্যে সোনালী ব্যাংকের কমলনগর শাখার ব্যবস্থাপক ও স্বাস্থ্য কমপ্লেক্সের একজন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রয়েছেন। অপর আক্রান্তদের মধ্যে তোরাবগঞ্জ ইউনিয়নের দুইজন, হাজিরহাট ইউনিয়নের পাঁচজন, পাটারীরহাট ইউনিয়নের একজন ও চরলরেন্স ইউনিয়নের একজন রয়েছেন। বিভিন্ন উপসর্গ থাকায় তারা করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। তিনি আরও জানান, আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাদের সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
 

আরও পড়ুন

×