রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রীর উদ্যেগে ৩০ শয্যার আইসোলেশন সেন্টার শিঘ্রই

রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রীর উদ্যেগে ৩০ শয্যার আইসোলেশন সেন্টার শিঘ্রই

রাঙ্গুনিয়ায় দিন দিন বেড়ে চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। প্রায় প্রতিদিনই শনাক্ত হচ্ছে করোনা রোগী। এখন পর্যন্ত ৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সম্প্রতি করোনা উপসর্গে মৃতের সংখ্যাও বাড়ছে। সর্বশেষ করোনা উপসর্গে মারা যাওয়া দুই জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সরকারি কর্মকর্তা-কর্মচারীর দেহেও করোনা শনাক্ত হয়েছে।

ভবিষ্যতে এই তালিকা আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় রাঙ্গুনিয়ায় একটি আইসোলেশন সেন্টার করার দাবী সকলের।

অবশেষে তথ্যমন্ত্রীর উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে  প্রাথমিকভাবে ৩০ শয্যার একটি আইসোলেশন সেন্টার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই লক্ষ্যে রোববার (১৪ জুন) দুপুরে সম্ভাব্যতা যাচাইয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহানুল ইসলাম, ডা. বিশ্বজিৎ মহাজন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খাইরুল বশর মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ। এসময় আইসোলেশন সেন্টারের প্রয়োজনীয় সরঞ্জাম সহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়।

আরও পড়ুন

×