প্রকাশিত: 15/06/2020
রাঙ্গুনিয়ার দুৃই সহোদর বিষ্ণু এবং টিপুর চট্টগ্রাম করোনা আইসোলেসান সেন্টারে ৫০০০০ হাজার টাকার অনুদান ৷
জনজীবন বিধ্বস্ত আজ মহামারি করোনা ভাইরাসের বিধ্বংসি প্রকোপে ৷দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের হার৷
যে হারে রোগী বাড়ছে পর্যাপ্ত চিকিৎসা ব্যাবস্থাপনার অভাবে রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে ৷
চট্টগ্রামে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী ৷চিকিৎসা সেবা যাতে সঠিক ভাবে রোগীরা পায় সেজন্য চট্টগ্রামের কয়েকজন মানবতার দিশারী যুবক ,তৈরী করলেন চট্টগ্রাম করোনা আইসোলেশন সেন্টার নামের চিকিৎসা সেবা প্রতিষ্টান ৷
বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী সহ চট্টগ্রামের মাননীয় মেয়র মহোদয় এই আইসোলেশন সেন্টার উদ্ভোধন করেন ৷
করোনা রোগীদের চিকিৎসা সেবায় এগিয়ে এসেছেন ,রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভার অন্তর্গত শান্তিনিকেতন গ্রামের কৃতি সন্তান ,মানবতার উদার দৃষ্টান্ত ,স্বর্গীয় পরিমল দে এবং শ্রী মতি রুপনা রানী দে মহোদয়ার দুই সুযোগ্য সন্তান বিষ্ণু দে এবং টিপু দে মহোদয় ৷
প্রবাসী দুই সহোদর করোনা চট্টগ্রাম আইসোলেশন সেন্টারের অন্যতম উদ্যেক্তা ,জনাব নুরুল আজিম রনি'র হাতে ৫০০০০ (পঞ্চাশ হাজার )টাকার অনুদান দেন ৷
জানতে চাইলে প্রবাসী বিষ্ণু এবং টিপু বলেন ,আমার স্বর্গীয় বাবার স্মৃতি রক্ষার্থে এবং মমতাময়ী মায়ের নির্দেশে ,চট্টগ্রামের করোনা রোগীদের সেবার জন্য চেষ্টা করেছি কিছু করতে৷
উল্লেখ্য যে করোনায় লকডাউন চলাকালীন সময়ে এই দুই সহোদর নিজ জন্মভূমি রাঙ্গুনিয়া উপজেলা এবং রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় কর্মহীন মানুষদের পাশে ভালবাসার উপহার বিতরন করেছেন ৷
মানবতার ফেরিওয়ালা প্রবাসী বিষ্ণু এবং টিপু মানব সেবায় চির জাগ্রত হয়ে উঠুক ,সচেতন সূধী মহলের প্রত্যাশা ৷