প্রকাশিত: 16/06/2020
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও স্বজনপ্রীতির বিরুদ্ধে এলাকার সচেতন জনগণ মানববন্ধন করেছে।
সোমবার (১৫-জুন) দুপুরে উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া চেকপোষ্টে (রংপুর-জলঢাকা) প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে হাজার হাজার মানুষ অংশ নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়াজ তুলেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত মুহুর্মুহু বৃষ্টিকে উপেক্ষা করে মানববন্ধনে অংশ নেয় সরকারের প্রণোদনা থেকে বাদ পড়া অসহায় সাধারণ মানুষ।
তাদের দাবী চেয়ারম্যান তার আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব প্রতিবেশী প্রভাবশালীদেরকে ও তার নির্বাচনী কর্মীদেরকে সরকারী প্রণোদনার তালিকায় নাম দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক আকতারুজ্জামান মিঠু,সাবেক ইউপি সদস্য রশিদুল ইসলাম,আসাদুজ্জামান হিরণ,আব্দুল লতিফ সরকার,তাজুল ইসলাম.ময়ছেনা বেগম ও সিদ্দিকা বেগম প্রমূখ।
বক্তারা অবিলম্বে দূর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারণ দাবী করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।
এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের সাথে কথা হলে তিনি বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাবের সাথে কথা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন,সরকারের পরিপত্র অনুযায়ী আমি তালিকা করা হয়েছে।
তবে উপজেলা নির্বাহী অফিসার যখন তালিকা চেয়েছে তখন আমি হোম কোয়ারান্টাইনে ছিলাম। একটি কুচক্রি মহল আমার এলাকার উন্নয়নকে বাধাগ্রস্থ্য করতে এলাকার সাধারণ মানুষকে ব্যবহার করে বিভিন্ন কর্মকান্ড চালাচ্ছে।