রাঙ্গুনিয়ায় নমুনা সংগ্রহকারীর স্ত্রী ও শিশু কন্যার করোনা শনাক্ত

রাঙ্গুনিয়ায় নমুনা সংগ্রহকারীর স্ত্রী ও শিশু কন্যার করোনা শনাক্ত

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহকারীর স্ত্রী ও শিশুকন্যার করোনা শনাক্ত হয়েছে। তবে নমুনা সংগ্রহকারীর করোনা নেগেটিভ আসে।

দুজনসহ উপজেলায় একদিনে ৯ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে উপজেলায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৮২। আজ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ১১ ও ১৩ জুন ৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ ৩৪ জনের মধ্যে ১২ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

তবে এর মধ্যে উপজেলার উচ্চ পর্যায়ের সরকারি এক কর্মকর্তার শিশুর ২য় পরীক্ষায় এবং এক চিকিৎসক ও তাঁর স্বজনের ৩য় পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

তাঁদের বাড়ি সরফভাটা ইউনিয়নে। করোনা শনাক্তদের মধ্যে রয়েছে উপজেলার এক সরকারি কর্মকর্তা। তাঁর বাড়ি পৌরসভার মুরাদনগর,  পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকায় সিএনজিচালিত এক অটোরিক্সা চালক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহকারীর স্ত্রী ও শিশু কন্যা, মরিয়মনগর ইউনিয়নের মা ও দুই মেয়ে, ঘাটচেক গ্রামের শতবর্ষী এক নারী  ও লালানগর ইউনিয়নের একজন রয়েছেন।

বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৬ জন। অন্য হাসপাতালে ভর্তি আছেন একজন করোনা শনাক্তদের তালিকায় রয়েছে। এ পর্যন্ত উপজেলায় সুস্থ হয়েছেন ২১ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে (বিচ্ছিন্ন) রয়েছেন। মারা গেছেন তিনজন।

আরও পড়ুন

×