প্রকাশিত: 18/06/2020
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের অতিরিক্ত বৃষ্টি হওয়ায় পানি বন্দি আছে হাজার হাজার মানুষ। বন্যা প্লাবিত পানিতে ডুবে আছে যেসব এলাকার নাম। চরপাড়া, হালদারপাড়া, নাদার পাড়া, ইলিশিয়া পাড়া, ভরাচরাকুল,নন্দা খালী ঘোনাপাড়া, ওনন্দা খালী বড়পাড়া,সিকদার পাড়া, সওদাগর পাড়া, গর্জনিয়া পাড়া,সহ অনেক এলাকায় প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে আছে। অতিরিক্ত বৃষ্টি হওয়ায় রাস্তাঘাট ভেঙ্গে যায়। মানুষের বাড়ি ঘর পানিতে ডুবে তলিয়ে যায়। যেসব প্লাবিত এলাকার গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন আছে। বন্যা প্লাবিত এলাকায় পরিদর্শনে আসেন, মাননীয় সংসদ সদস্য জনাব সাইমুম সরওয়ার কমল এমপি। পরিদর্শন করার সময় বন্যা প্লাবিত এলাকা মানুষদেরকে আশ্বাস দিয়ে যান। সার্বক্ষণিক জোয়ারিয়ানালা বাসী পাশে আছি আমি।