প্রকাশিত: 19/06/2020
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার নন্দীরহাটস্থ নেহালপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী বাসুদেব যোগাশ্রম তথা বাসুদেব অনাথ আশ্রম ৷
প্রায় ২০০ জন অনাথ ছেলেদের নিয়ে অনেকটা বৈদিক নিয়ম শৃৃঙ্খলার মধ্য দিয়ে জীবন যাপন পরিচালনা করে চলেছেন এই সময়ের সনাতনী সমাজের জাগানিয়া সন্ন্যাসী, মানব প্রেমিক আধ্যাত্মিক পুরুষ ,রাঙ্গুনিয়া উপজেলার কৃৃতি সন্তান শ্রীমৎ স্বামী বিপ্লব চৈতন্য মহারাজজী ৷
যাঁর জীবনের ধ্যান জ্ঞ্যান হচ্ছে শ্রীমদ্ভগবদ গীতা আলোকে সনাতনী সমাজকে আলোকিত করা৷ তাই তো বাসুদেব অনাথ আশ্রমের দুইশ ছেলেদের গীতার আলোকে দেবতুল্য করে গঠন করে চলেছেন প্রতিনিয়ত ৷
জানতে চাইলে শ্রীমৎ স্বামী বিপ্লব চৈতন্য মহারাজজী বলেন, এই অনাথ আশ্রমের ছেলেরা জুতা সিলাই থেকে চন্ডী পাঠ সবটুকুতে যেন অব্যস্ত হয় সেভাবে তৈরী করা হচ্ছে ৷
এই লকডাউনের ভিতর রাঙ্গুনিয়ার মানবতার সংগঠন * রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘ * এর প্রতিষ্টাতা বিশিষ্ট গীতা এবং চন্ডী পাঠক শ্রী টিটু কুমার দত্ত মহোদয়ের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি টিম আশ্রমের অনাথ শিশুদের জন্য শিশু খাদ্য নিয়ে পরিদর্শনে যায় ৷
টিমের অন্য সদস্যরা হলেন সংগঠনের উপদেষ্টা শ্রীমতি সোমা দাশ এবং শ্রীকান্ত চৌধুরী ৷
তখন জানতে চাইলে আশ্রম অধ্যক্ষ বলেন, এই করোনা পরিস্থিতিতে অন্যান্য অনাথ আশ্রমের অনেক অনাথরা তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে৷ আমি কিন্তু কাউকে বাড়িতে যেতে দিইনি৷
কারন তারা তো অামারই সন্তান ৷বাড়িতে চলে গেলে তারা খাবে কি ? মহানুভবতার এই মানবিক কথা গুলো শুনে এবং অনাথদের সাথে মিশে রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতিষ্টাতা টিটু দত্ত সিদ্ধান্ত নিলেন এবার অনাথ আশ্রমের ছেলেদের জন্য কিছু করতে হবে ৷
রাঙ্গুনিয়া ফিরে আসার পর বিভিন্ন দানশীল ব্যাক্তিদের সহায়তায় ভালবাসার উপহার নিয়ে আবারো হাজির হলেন বাসুদেব অনাথ আশ্রমে ৷
১৯ জুন রোজ শুক্রবার রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের পক্ষ থেকে ভালবাসার উপহার নিয়ে যান রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতিষ্টাতা শ্রী টিটু কুমার দত্ত মহোদয় ৷সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট গীতাপ্রেমিক মানবতার পূজারী শ্রী সমর সিকদার ,শ্রীমতি সোমা দাশ ,শ্রী অসীম দে ,শ্রী শ্রীকান্ত চৌধুরী ,শ্রীমতি রুবি চৌধুরী এবং তুলিকা দে তুলি ,শ্রী ছোটন শীল প্রমুখ ৷
রাঙ্গুনিয়া সার্বজনী গীতা সংঘের প্রতিষ্টাতা শ্রী টিটু কুমার দত্ত বলেন ,চেষ্টা করেছি এবার বাসুদেব অনাথ আশ্রমে কিছু ভালবাসার উপহার নিয়ে আসতে৷ করোনার লকডাউন পরিস্থিতিতে আমরা সংগঠনের পক্ষ থেকে রাঙ্গুনিয়া ,রাউজানের বিভিন্ন এলাকায় প্রায় ৬৭৫ পরিবারের মাঝে ভালবাসার উপহার এবং আর্থিক সহায়তা করতে চেষ্টা করেছি ৷
আমাদের এই মহাযজ্ঞ পরিচালনা করতে গিয়ে যে সমস্ত প্রবাসী এবং দেশের দানশীল ব্যাক্তিগণ আর্থিক সহযোগীতা করেছেন আমি সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি ৷