প্রকাশিত: 20/06/2020
লক্ষীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৫ জন করো্নাভাইরাস (কোভিড১৯) আক্রান্ত হয়েছে । এ নিয়ে লক্ষীপুর জেলায় আক্রান্তের সংখ্যা মোট ৫৬৪ জন । নতুনদের মধ্যে রয়েছে কমল নগর উপজেলায় ১১ জন , রায়পুর উপজেলায় চারজন ।আজ শনিবার সিভিল সাজন কার্য্যলয়ে থেকে জানা যায় , গত ২৪ ঘন্টায় ৮৭ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে । তার মধ্যে ১৫ জনের পজেটিভ আসে । অন্য দিকে লক্ষীপুর , রামগতি , কমলনগর ,রায়পুর , রামগঞ্জ ও সদর উপজেলার সাতটি ইউনিয়ন সহ ১৫ ইউনিয়ন চিহিৃত করে রেড জোন দেওয়া হয়েছে । এ সব চিহিৃত এলাকায় এখনও লকডাউন চলছে । লক ডাউনের কাজ করেছে স্থানীয় প্রশাসন ও পৌরসভার কাজ করছে ।এ ব্যাপারে জেলা প্রশাসন অঞ্জন চন্দ্র পাল বলেন , যে ভাবে করোনার সংক্রমণ বাডছে তাতে লক ডাউন ছাড়া আর অন্য ব্যবস্থা নেই । লকডাউ কায্যক্রম করতে স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে । তিনি সবাইকে সচেতন হয়ে স্বাস্থ্য বিধি মেনে চলা জন্য অনুরোধ করেন ।