রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সপরিবারে করোনা মুক্ত

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সপরিবারে করোনা মুক্ত

টানা ২৩ দিন হোম আইসোলেশনে থাকার পর নিজের দুই শিশু সন্তান সহ করোনা মুক্ত হয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

নিজের ফেসবুক আইডিতে পোষ্ট করে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

গত ৩০ মে নমুনা পরীক্ষা দেওয়ার পর ১ জুন তার করোনা পজিটিভ আসে। এর কয়েকদিন পর তার দুই শিশুরও করোনা পজিটিভ এসেছিল।

এমনকি দ্বিতীয় মেয়াদেও তাদের করোনা পজিটিভ আসে। তবে শারীরিক তেমন কোন জঠিলতা না থাকায় নিজের সরকারি বাসভবনে হোম আইসোলেশনে থাকেন তিনি।

এ সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যান। এভাবে দীর্ঘ ২৩ দিন ঘরে থাকার পর নিজের ২ ও ৪ বছর বয়সী দুই শিশুসহ এখন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠেছেন তিনি।

জানা যায়, মহামারী করোনাভাইরাস ঠেকাতে শুরু থেকেই মাঠে থেকে কাজ করে আসছিলেন ইউএনও মাসুদুর রহমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ত্রাণ বিতরণসহ বিভিন্ন কাজে তাকে মানুষের সংস্পর্শে যেতে হয়েছে। আর এতেই তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।

এদিকে রবিবার (২১ জুন) উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকেও ইউএনও মো. মাসুদুর রহমান ও তার দুই শিশু সন্তানকে সুস্থ ঘোষণা করা হয়।

করোনা জয়ী ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, হোম আইসোলেশন থাকাকালী সময়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ যারা সার্বক্ষনিক খবর নিয়ে পাশে থেকে সাহস যোগিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

সকলের প্রতি পরামর্শ দিয়ে তিনি বলেন, যেহেতু করোনার স্বীকৃত কোন ঔষধ আবিষ্কার হয়নি, তাই এই থেকে বাঁচতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

আরও পড়ুন

×