প্রকাশিত: 22/06/2020
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে শ্রমিকদের বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ-সমাবেশ অব্যাহত রয়েছে।
বড়পুকুরিয়া কয়লাখনিতে প্রায় ১২ শ শ্রমিকদের মধ্যে ৪০০ শ্রমিক কয়লাখনির ভিতরে সীমিত আকারে কাজ করলেও বাঁকি শ্রমিক বাহিরে থাকায় প্রায় দুই মাস থেকে বেতন ভাতা থেকে বঞ্চিত হওয়ায় গতকাল রবিবার থেকে কয়লাখনির প্রধান ফটকে বঞ্চিত শ্রমিকরা অবস্থান করেছেন।
বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ও বড়পুকুরিয়া শাখা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জাহিদুল ইসলাম রতন বলেন, আমাদের বেতন ভাতা দেওয়া না হলে খনির প্রধান ফটকে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।