ফুলবাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ফুলবাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

‘প্রবীণদের কথা ভাবুন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের উদ্যোগ সকাল ১০টায় ঢাকামোড়স্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব দছিম উদ্দিন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রাক্তণ অধ্যাপক বাবু চিত্তরঞ্জন দাস, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুর ইসলাম,

সংগঠনের সম্পাদক ফজলার রহমান, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ। সভা শেষে পৌর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে শতাধিক প্রবীণ অংশ নেন।

আরও পড়ুন

×