প্রকাশিত: 01/10/2019
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।
সকাল ১১টায় ফুলবাড়ী কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও আদর্শপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া।
এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী কলেজিয়েট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান, প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান, আদর্শপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক সানজিদা ইয়াসমিন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, সদস্য রজব আলী প্রমুখ।