প্রকাশিত: 23/06/2020
সিলেটের বিশ্বনাথ উপজেলায় কোভিড-১৯ শনাক্তের দু’দিনের মাথায় এক বয়স্ক লোকের মৃত্যু। নিহতের নাম তখলিছ মিয়া (৬৫)।
তিনি বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাউসি গ্রামের বাসিন্দা।সোমবার দিবাগত রাত ৪ ঘটিকার সময় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় মৃত্যু বরণ করেন।
গত ২১শে জুন সিলেট ওসমানী হাসপাতালের ল্যাবে নমুনা পরিক্ষায় কোভিড-১৯ পজেটিভ বলে শনাক্ত হয়। তথ্য নিশ্চিত করেন নিহতের ছেলে আবুবকর সাংবাদিকদের বলেন, বাবার মরদেহ গ্রামে আনা হয়েছে।
সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে জানাজার পর তাঁর দাফন কাজ সম্পন্ন করা হয়। তিনি আরো জানান, বাবা স্থায়ী ভাবে যুক্তরাজ্যে বসবাস করতেন।
করোনা প্রাদুর্ভাবের পূর্বে তিনি দেশে আসেন। পরে এর প্রকোপ দেখা দিলে তিনি আর যেতে পারেননি। নানা শারিরিক সমস্যায় তিনি ভুগছিলেন।
গত ১৭ জুন অসুস্থ্যতা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে ২১ জুন কোভিড-১৯ শনাক্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.কামরুজ্জামান বলেন, প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহায়তায় সীমিত পরিসরে করোনায় মৃত ঐ ব্যক্তির দাফন সম্পন্ন করা হয়।