প্রকাশিত: 25/06/2020
বৈশ্বিক মহামারী কোভিড-১৯ নিয়ে উপজেলা প্রশাসন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনস্টিটিউট হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু। ফুলবাড়ী প্রেসক্লাবের কার্যকরী সদস্য দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. মাহামুদুল হাসান ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। এতে মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি ম্যানেজার স্বপন সিং।
এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতার সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা, ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি হারুন উর রশিদ, সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, দপ্তর সম্পাদক দৈনিক নবরাজ প্রতিনিধি আল আমিন বিন আমজাদ, প্রচার সম্পাদক দৈনিক আমাদের কন্ঠ প্রতিনিধি আল হেলাল চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, পাঠাগার সম্পাদক দৈনিক সবুজ নিশান প্রতিনিধি রাসেল পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক আমাদের প্রতিদিন প্রতিনিধি রাশেদুজ্জামান মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদিকা দৈনিক কালজয়ী প্রতিনিধি প্রভাষক আফরোজ জাহান সেতু, পাঠাগার সম্পাদক দৈনিক নতুন স্বপ্ন প্রতিনিধি বাদল চন্দ্র প্রামাণিক, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি মোস্তাক আহম্মদ, দৈনিক মানববার্তা প্রতিনিধি সৈয়দ সিরাজুল ইসলাম রিপন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র প্রোগ্রাম অফিসার যোশেফ মার্ডি, প্রোগ্রাম অফিসার প্রদীপ কুমার রায় প্রমুখ।
সভায় বৈশ্বিক করোনা কালীন সময়ে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ বাহিনী, ওয়ার্ল্ড ভিশন ও ফুলবাড়ী প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমের আগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। সভায় আগামীতে যৌথ উদ্যোগে করোনা মহামারী সম্পর্কে সচেতনতা সৃষ্টিসহ শিশুদের কল্যাণে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। একইভাবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিশ্ব প্রচারাভিযানে সকল শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধেও একযোগে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী আনুষ্ঠানিকভাবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি পক্ষে ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে সুরক্ষা সামগ্রী স্যানিটাইজার ও মাস্ক প্রদান করা হয়।