প্রকাশিত: 27/06/2020
ভারতের রাজ্য বিহার ও উত্তরপ্রদেশে বজ্রপাতে একদিনেই শতাধিক মৃত্যু হয়েছে। এই দুই রাজ্যের সরকার একদিনে ১০৭ জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে।
রাজ্যের সরকার সূত্রে জানা গেছে, বজ্রপাতে বিহারে ৮৩ জন ও উত্তর প্রদেশে ২৪ জনের মৃত্যু হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া খবর অনুযায়ী, বিহারের গোপালগঞ্জ জেলাতেই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে, সেখানে মারা গেছেন ১৩ জন। এছাড়া উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় সবচেয়ে বেশি ৯ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার ও শনিবার বিহারে বজ্রসহ ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।