প্রকাশিত: 28/06/2020
সাতকানিয়া থেকে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী আত্মীয় বাড়িতে এসেছিলেন ৫২ বছরের এক ব্যক্তি। এসেই তিনি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের পরামর্শে গত ৭ জুন নমুনা পরীক্ষা দিয়েছিলেন। রিপোর্ট পেতে বিলম্ব হওয়ায় এক পর্যায়ে তিনি নিজ বাড়িতে ফিরে যান। দীর্ঘ ২০ দিন পর শনিবার (২৭ জুন) রিপোর্ট এলে জানা যায় তার করোনা পজিটিভ।
এভাবে ৭ জুন রাঙ্গুনিয়া থেকে ১৫ জনের রিপোর্ট পাঠানো হয়েছিল। যাদের মধ্যে ২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। অন্যজন পৌরসভার সৈয়দবাড়ি এলাকার ৪৮ বছর বয়সী পুরুষ।
তবে যোগাযোগ করা হলে তারা দাবী করেন নমুনা দেওয়ার পর থেকে তারা হোম আইসোলেশনে ছিলেন এবং এখন পুরাপুরি সুস্থ আছেন।
অন্যদিকে গত ২০ জুন রাঙ্গুনিয়া থেকে ২০ জনের নমুনা সংগ্রহ হয়েছিল। শনিবার (২৭ জুন) তাদের মধ্য থেকে ২ জনের নমুনা পজিটিভ আসে। তারা হলেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইরহাট এলাকার ৩০ এবং বেতাগী ইউনিয়নের ২০ বছর বয়সী পুরুষ।
নতুন এই ৪ জন সহ রাঙ্গুনিয়ায় মোট করোনা সংক্রমিত মানুষের সংখ্যা এখন ১০৭ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ও করোনাবিষয়ক ফোকাল পারসন মো. ফোরকান উদ্দিন সিকদার এসব তথ্য নিশ্চিত করেন।
রাঙ্গুনিয়া থেকে এ পর্যন্ত মোট ৬০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪৯০ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। ১১৪টি নমুনার ফলাফল এখনো মেলেনি।