কোভিড-১৯ উৎপত্তি নিয়ে তদন্ত করতে চীন যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিম

প্রকাশিত: 30/06/2020

নিজস্ব প্রতিবেদন :

কোভিড-১৯ উৎপত্তি নিয়ে তদন্ত করতে চীন যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিম

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) উৎপত্তি নিয়ে তদন্ত করতে আগামী সপ্তাহে চীনে যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি টিম। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির প্রধান প্রধান টেড্রস আধানম ঘেব্রিয়েসুস।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, আগামী সপ্তাহেই সেখানে একটি দল বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ভাইরাসটির উৎপত্তি নিয়ে তদন্ত করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা ভাইরাসটি সম্পর্কে সবকিছু জানতে পারলে এটি আরো ভালোভাবে মোকাবিলা করতে পারবো।এই মহামারি মানবিকতার সর্বোৎকৃষ্ট ও সবচেয়ে গর্হিত দিকগুলো ফুটিয়ে তুলেছে।

টেড্রস সতর্ক করেন, কঠিন বাস্তবতা হচ্ছে যে মহামারিটি শেষ হওয়ার কাছাকাছি পর্যায়েও নেই। যদিও কিছু দেশ ইতিমধ্যে কিছু অগ্রগতি দেখিয়েছে। কিন্তু মহামারিটি এখনো গতি বাড়িয়েই চলছে।

আরও পড়ুন

×