ফুলবাড়ী এপির উদ্যোগে পিপিই পেল প্রশাসন ও পুলিশ

ফুলবাড়ী এপির উদ্যোগে পিপিই পেল প্রশাসন ও পুলিশ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষার্থে বেসরকারি দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির উদ্যোগে গতকাল বুধবার দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যদের মাঝে সুরক্ষা পোশাক (পিপিই) প্রদান করা হয়েছে।

সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে ৭৫ সেট সুরক্ষা পোশাক (পিপিই) প্রদান করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির ম্যানেজার স্বপন সিং।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান উপধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, সংস্থার প্রোগ্রাম অফিসার প্রদীপ চন্দ্র রায় ও জুনিয়র প্রোগ্রাম অফিসার মোতলেবুর রহমান প্রমুখ।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির ম্যানেজার স্বপন সিং বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যারা মানুষকে সচেতন করতে কাজ করছে তাদের সুরক্ষা নিশ্চিত করতেই সুরক্ষা পোশাক (পিপিই) প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

×