রাঙ্গুনিয়ায় একদিনে ১৫ জন করোনায় আক্রান্ত, শনাক্ত বেড়ে দাঁড়ালো ১২৭

রাঙ্গুনিয়ায় একদিনে ১৫ জন করোনায় আক্রান্ত, শনাক্ত বেড়ে দাঁড়ালো ১২৭

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নতুন করে ১৫ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা দাড়াল ১২৭ জন।

বুধবার(১ জুলাই) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ও করোনা বিষয়ক ফোকাল পারসন মো. ফোরকান উদ্দিন সিকদার এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৪ ও ২৭ জুন বিআইটিআইডিতে পাঠানো নমুনার মধ্যে ৩৫ জনের নমুনার ফলাফল আসে।

বুধবার সেখান থেকে নমুনা পরীক্ষায় নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে দুইজন পুলিশ সদস্য ও দুইজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন।

নতুন করোনা শনাক্তদের মধ্যে লালানগর ইউনিয়নের ৭০ বছর বয়সী পুরুষ, পৌরসভার সৈয়দবাড়ি এলাকার ৩৪ বছর বয়সী পুরুষ, ২৫ বছর বয়সী নারী ৩৬ বছর বয়সী পুরুষ, বেতাগী ইউনিয়নের ৪৫ বছর বয়সী নারী, ৫২, বছর বয়সী পুরুষ, রাজানগর ইউনিয়নে ৬৫ বছর বয়সী পুরুষ,

উপজেলা সদরের ইছাখালি এলাকার ৩৫ বছর বয়সী পুরুষ, শিলক ইউনিয়নের ২৯ বছর বয়সী পুরুষ, রাঙ্গুনিয়া থানার ৩০ ও ২২ বছর বয়সী পুরুষ পুলিশ সদস্য, চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৫৬ বছর বয়সী পুরুষ পৌরসভার রোয়াজারহাট এলাকার ৪২ বছর বয়সী পুরুষ, পোমরা ইউনিয়নের ৪৩ বছর বয়সী পুরুষ ও পদুয়া ইউনিয়নের ৫১ বছর বয়সী পুরুষ রয়েছে। এছাড়া ৩ জনের দ্বিতীয় নমুনা পরীক্ষায়ও পজিটিভ আসে।

রাঙ্গুনিয়ায় আজ বুধবার (১ জুলাই) পর্যন্ত করোনা পরীক্ষার জন্য ৬৬৫ টি নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয়। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৫৬৫ জনের।

তাঁদের মধ্যে মারা গেছে ৬ জন। সুস্থ হয়েছেন ৬৮ জন। ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। ৫০ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন

×