ভারতের বিহারে ২৪ ঘন্টায় বজ্রপাতে ২৬ জনের মৃত্যু

প্রকাশিত: 03/07/2020

নিজস্ব প্রতিবেদন :

ভারতের বিহারে ২৪ ঘন্টায় বজ্রপাতে ২৬ জনের মৃত্যু

ভারতের বিহারে গত ২৪ ঘন্টায় বজ্রপাতে অন্তত ২৬ জন মানুষের মৃত্যু হয়েছে।রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা দফতর সূত্রে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাজ্যের ৮ জেলায় অন্তত ২৬ জন মারা গেছে। এ আট জেলা গুলো হলো পাটনা, সমস্তিপুর, পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, শেওহর, কাটিহার, মাধেপুরা ও পূর্ণিয়া।

এই আট রাজ্যের মধ্যে সমস্তিপুরে সর্বাধিক সাতজন মারা গেছেন। পটনায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ছয়জনের। পূর্ব চম্পারণে মারা গেছেন চারজন। কাটিহারে তিনজন। শেওহর ও মাধেপুরায় দুজন করে মারা গেছেন। পশ্চিম চম্পারণ ও পূর্ণিয়ায় মারা গেছেন একজন করে।

উল্লেখ্য, গত ২৫ জুন ভারতের ২৩ জেলায় বজ্রপাতে ৯৩ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার রেশ কাটার আগেই পরপর আরও দু-বার বজ্রপাতে আরও ২৮ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন

×