প্রকাশিত: 04/07/2020
রোহিঙ্গা বাংলাদেশের জন্য বড় হুমকি ও জাতীয় সমস্যা। কোন অপরাধ নেই তারা করছে না প্রতিনিয়ত।
উখিয়া- থ্যায়াংখালী বাজার টেকনাফ হাইওয়ে সড়ক সংলগ্ন খালটি শীঘ্রই খননের জোর দাবি জানিয়েছেন এলাকার জনগণ। বিগত কয়েক বছরে বালুখালী, থ্যায়াংখালী, কুতুপালং সহ ১০ থেকে ১২ টি রোহিঙ্গা ক্যাম্পের কয়েক লাখ রোহিঙ্গাদের ময়লা আবর্জনাও মলমূত্র প্রতিনিয়ত খালটি তে ছুটে ফেলার কারণে,অতি ঝুঁকিপূর্ণ এবং পরিবেশ নষ্ট হইয়ে ভয়াবহ হুমকির মুখে পড়ে।
এলাকাবাসীরা জানিয়েছেন শুধু রোহিঙ্গা নয় থ্যায়াংখালী খালের উপর সাইডে বসবাস করা অনেক, ভূমিদস্যুরা প্রতিনিয়ত পাহাড় কেটে মাটি খালের দিকে ছেড়ে দেয়, তাছাড়া রোহিঙ্গারাও ময়লা-আবর্জনার ডাস্টবিন হিসেবে খালটি কে ব্যবহার করছে।
চরম বিপর্যয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে, ব্যবহার করা ইনজেকশনের সুঁই এবং সরাসরি বাথরুমের টাঙ্কি সহ পরিবেশ নষ্ট করে এমন সকল কিছু খালের দিকে নিক্ষেপ করে থাকেন প্রতিনিয়ত। তাই খালটি আগের তুলনায় অনেক ভরাট হয়ে গেছে।
একসময় খালের মধ্যে প্রতিবেশীরা গোসল করত, মাছ ধরত কিন্তু বর্তমানে ভালো কোনো পরিবেশ নেই, বিশেষ করে প্রতিবছর বর্ষার মৌসুমে বৃষ্টি হওয়ার কারণে খালটির আশেপাশের গ্রাম অঞ্চল গুলো প্লাবিত হয়।
এলাকার সুশীল সমাজ জনপ্রতিনিধি এবং পরিবেশবাদীদের জোর দাবি, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, সহ সরকারের কাছে, শীঘ্রই খালটি খনন করে, পরিবেশ ও গ্রামবাসীদের রক্ষা করার জন্য, অন্যতাই বড় ধরনের হুমকির মুখে পড়তে হবে এলাকাবাসীদের ।