প্রকাশিত: 07/07/2020
নীলফামারীর ডিমলা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ফলজ গাছের চারা রোপণ করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা পরিষদের ভাই চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান।
বৃক্ষ রোপোণ কর্মসূচির পূর্বে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী উপস্থাপনায় সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তারা প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সুস্থ জীবনযাপন ও কর্মপরিবেশ নিশ্চিত, জীবনযাত্রার মানোন্নয়ন এবং বায়ু ও অন্যান্য পরিবেশ দূষণ রোধ, জলবায়ুর বিরূপ প্রভাব জনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ জীববৈচিত্রের অস্তিত্ব রক্ষার স্বার্থে উপজেলাবাসীকে অধিক পরিমাণে বৃক্ষরোপণ করার আহবান জানান।
এসময় উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শহীদুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হক সহ সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সুত্রে জানা যায়, সারাদেশে একযোগে মুজিববর্ষ উপলক্ষে প্রতিটি উপজেলায় ১ শত টি গাছের চারা রোপন করা হচ্ছে।