প্রকাশিত: 08/07/2020
চাঁদপুর ৪ ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া,হামচাপুর,হোগলী গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা। রাস্তাটির বেহাল দশা হলেও মেরামতের জন্য এখন পর্যন্ত কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।
ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, লতিফগঞ্জ-উটতলী রাস্তার খাজুরিয়া গ্রামের ডাঃ ছফিউল্যা মীর সাহেবের বাড়ী দক্ষিণ পাশ হইতে হোগলী ধোপা বাড়ী হইয়া ফরিদগঞ্জ ব্রক্ষপাড়া রাস্তা অভিমূখে প্রায় এই তিন কিলোমিটার কাঁচা রাস্তা। এই গ্রাম গুলোতে প্রায় চার হাজারের অধিক মানুষ বাসবাস করে।
এই গ্রাম গুলোতে দুইটি প্রাথমিক বিদ্যালয়, একটি হাই স্কুল ও একটি মাদ্রাসা ছাড়াও খাজুরিয়া,হামচাপুর,হোগলী গ্রামের হাজারো মানুষের প্রধান সড়ক হিসেবে ব্যবহার হয়।
ঘটনাস্থল পরিদর্শনের সময় স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা বলেন, আমাদের এই রাস্তাটা কাঁচা হওয়ার করনে বর্ষা মৌসুমে স্কুলে যাওয়ার সময় আমাদের পোশাক কাদায় নস্ট হয়ে যায়। সময়মতো ক্লাসে অংশগ্রহণ করতেও সমস্যা হয়।
খাজুরিয়া গ্রামের অটোভ্যান, CNG ,অটোরিকশার কয়েকজন চালক জানান, কাঁচা রাস্তায় কারনে যাত্রাপথে অটোভ্যানের যন্ত্রাংশ ভেঙ্গে অনেক দুর্ঘটনা ঘটছে। এতে আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে। সকল গ্রামের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে খুব দ্রত রাস্তাটি মেরামত করা প্রয়োজন।
কয়েকজন স্থানীয় সবজিচাষি জানান, রাস্তার বেহাল দশার কারণে আমাদের কৃষি জমি থেকে উৎপাদিত ফসল পরিবহনে বেশি টাকা গাড়ী ভাড়া দিতে হয়। এতে করে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি।
এসময় স্থানীয় এক সংবাদ কর্মী মো. শরীফ হোসেন জানান, রাস্তাটি খাজুরিয়া,হামচাপুর,হোগলী গ্রামের প্রায় কয়েক হাজার মানুষের প্রধান সড়ক হিসাবে দীর্ঘদিন ব্যবহৃত হয়ে আসছে।বর্ষা মৌসুমে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থীদের নানামুখী সমস্যার সম্মুখীন হতে হয়।
তিনি আরও বলেন, এই রাস্তাটি সংস্কারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ হলেও এখন পর্যন্ত রাস্তাটি সংস্কার করার জন্য কোন উদ্দ্যেগ গ্রহণ করা হয়নি। তাই আমি একজন সংবাদ কর্মী হিসাবে মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে অতি দ্রুত এই রাস্তাটি সংস্কারের জন্য সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।