কমলনগরে ছাত্র অধিকার পরিষদ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

কমলনগরে ছাত্র অধিকার পরিষদ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

লক্ষীপুরের কমলনগরে এসো সবুজে সবুজে পৃথিবী গড়ি, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করি।” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশব্যাপী চলছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর বৃক্ষরোপন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ লক্ষীপুর জেলা শাখার সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কমলনগর উপজেলা শাখা কর্তিক আজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এই কর্মসূচির অংশ হিসেবে আজ লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এবং রাস্তার দুই ধারে শোভাবর্ধনকারী বিভিন্ন ধরনের চারা গাছ রোপণ করা হয়।

এই বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নিয়েছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, লক্ষীপুর জেলা শাখা ও কমলনগর উপজেলা শাখার বেশ কয়েকজন সদস্য।

তারা জানায় দিন দিন যেভাবে মানুষ নির্মমভাবে বৃক্ষনিধন করে যাচ্ছে তার ফলে আস্তে আস্তে পৃথিবীব্যাপী
বৃক্ষরাজি কমে যাচ্ছে, পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে এছাড়াও নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে।

এই সমস্যা থেকে পৃথিবী কে রক্ষা করার প্রচেষ্টা হিসেবে তারা সমগ্র লক্ষীপুর জেলা ব্যাপী এ কার্যক্রম আগামী এক সপ্তাহ চলমান রাখবে।

তারা আরো জানায় এ কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল লক্ষীপুরর জেলার রামগতি উপজেলায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এবং রাস্তার দু’পাশে গাছ লাগানোর মাধ্যমে এ কার্যক্রম চলমান রাখবে।

এবং পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় এ কার্যক্রম চলমান থাকবে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কমলনগর শাখার অন্যতম সমন্বয়ক মোঃ ইউসুফ হোসাইন বলেন, প্রাকৃতিক পরিবেশ রক্ষার্থে সরকারসহ সামাজিক সংগঠনগুলোকে বৃক্ষরোপণ কার্যক্রমে এগিয়ে আসতে হবে।

অন্যথায় ধীরে ধীরে এ পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছবে। তিনি আরো বলেন গাছ আমাদের পরম বন্ধু, যারা নির্বিচারে বৃক্ষ নিধন করছে কিংবা এ ধরনের কার্যক্রমের সাথে জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এ ধরনের কার্যক্রম বন্ধ করতে প্রশাসনকে আরো কঠোর হতে হবে।

আরও পড়ুন

×