প্রকাশিত: 14/07/2020
আরতির থালা তফসির মালা, আসবে না কোন কাজে, মানুষ করিবে মানুষের সেবা আর সবকিছু বাজে।কাজী নজরুল ইসলামের এই উক্তিটি হৃদয়ে ধারণ করে, বাংলাদেশের একদল তরুণ নেমে পড়েছেন মৃতদেহ সৎকার কাজে, সংঘটিত হয়েছে দেশের বিভিন্ন জেলা উপজেলা ও মহানগরে করোনা মৃতদেহ সৎকার টিম।
আর এই ধারাবাহিকতায় আজ বৃষ্টিবাদল উপেক্ষা করে মৃতদেহ সৎকার কাজে ১৩ জুলাই (সোমবার ) ছুটে এসেছেন মানবতার ফেরিওয়ালা ৭জনের একটি সৎকারের তরুণ দল।
রুপন ভট্টচার্য্যর বিদ্রোহী আত্মার শান্তিকামনা ও ওনার আত্মার সৎগতি কামনা করে, বৈদিক নিয়ম কানুন মতে গায়ত্রী মন্ত্র জপ করে নিয়ে যাওয়া হয় দেহ দাহ নামে শেষ অন্তিম যজ্ঞে, এই মহৎ কার্যে অংশ গ্রহণ করেছেন চট্টগ্রাম জেলার করোনা মৃতদেহ সেচ্ছাসেবক সৎকার টিমের প্রাধান-
রাজীব পাল/তুর্জ রুদ্র/রাজবির আকাশ
আদিত্য দাশ জয়।
রাঙ্গুনীয়া মৃতদেহ সৎকার সেচ্ছাসেবক টিমের প্রধান-
রবি দত্ত/শুভ রাধিকা/মিটন দেব নাথ (শুভ)
রাজ সেন রনি।
রাহুল দাস, রনি অভি দে ,প্রণব দে, বটন দে ৷