প্রকাশিত: 16/07/2020
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ও , ৮ নম্বর, ৯নাম্বার ওয়ার্ডে সহ, স্কুলপাড়া হয়ে সওদাগর পাড়া পর্যন্ত,তিন এলাকার এই রাস্তা ছাড়া বিকল্প কোন রাস্তা না থাকায়, চলাফেরা করতে অসুবিধা হয় সাধারন জনগনের। দীর্ঘ এই রাস্তাটি সংস্কার করা খুবই জরুরী, সওদাগর পাড়ার সিএনজি স্টেশনের হয়ে এই রাস্তার টি বেহাল দশা। সরেজমিনে গিয়ে দেখা যায় অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে অনেক কাদা মাটি জুড়ে আছে এই রাস্তায়। ভাঙচুরা রাস্তার দিয়ে প্রতিদিন চলাফেরা করেন হাজার হাজার পথচারী, এই রাস্তা ছাড়া বিকল্প কোন রাস্তা না থাকায় সাধারণ জনগণের চলাফেরা করতে অনেক অসুবিধা হয় বলে জানা যায়। রাস্তা দিয়ে চলাফেরা করার সময় অনেক দুর্ঘটনা গঠতে দেখা যায়,ছোট ছোট বাচ্চারা স্কুলে যাওয়া-আসা করতে পারে না। রাস্তার পাশে রয়েছেন একটি মাদ্রাসা ও ইবাদত খানা, যেকোনো সময় অসুস্থ মানুষদের সময়মতো ডাক্তারের কাছে নিয়ে যেতে না পারায় কারণে রুগি আরো অসুস্থ হয়ে যান বলে দাবি এলাকাবাসীর। বৃষ্টি হলে গাড়ি চলাচল বন্ধ থাকে, এই এলাকার ইউপি মেম্বার মোঃ হাবিবুল্লাহ , এলাকার বিপুল উন্নয়নের পক্ষে সার্বক্ষণিক কাজ করেন বলে জানা যায়। তিনি এলাকার বাসীর কাছে জানিয়ে রাখলেন, সরকারের কাছ থেকে এক মেম্বারকে বাজেট দেন কিলোমিটার রাস্তা, মোঃ হাবিবুল্লাহ মেম্বার বলেন, আগামী কয়েকদিনের ভিতরে এই রাস্তার বাজেট আসবে বলে আশা করি। মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপির কাছে এই রাস্তার সংস্কার জোর দাবি জানালেন তিন ওয়ার্ডের সাধারণ জনগণ। এলাকার চেয়ারম্যান থেকে ধরে মেম্বার পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করে এলাকা জানান এবং অনুরোধ করলেন সাধারণ জনগণের, ইউপি মেম্বার মোঃ হাবিবুল্লাহ, তিনি এলাকাবাসীকে আশ্বাস দেন আগামী বাজেটের এই রাস্তার কাজ দ্রুত সংস্কার করা হবে।