”করোনা ভাইরাস কালে হিজড়া জনগোষ্ঠির সুখ দুখের জীবন গাঁথা ”

প্রকাশিত: 17/07/2020

জামাল উদ্দিন

”করোনা ভাইরাস কালে হিজড়া জনগোষ্ঠির সুখ দুখের জীবন গাঁথা ”

বাংলাদেশের  হিজড়া জনগোষ্ঠী মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র  অংশ হল্ওে আবহমান কাল থেকে  এ জনগোষ্ঠী অবহেলিত ও অনগ্রসর জাতি হিসেবে বিবেচিত । সমাজে তারা বিভিন্ন বৈষম্য মূলক আচরণ এর শিকার হয় যেমন পারিবারিক , আর্থসামাজিক , শিক্ষাব্যবস্থা  বাসস্থান , স্বাস্থ্য গত উন্নয়ন  এবং সামাজিক নিরাপত্তা  প্রভৃতির ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হয় ।
সমাজসেবা অধিদপ্তর হিসাবমতে বাংলাদেশে প্রায় ১১ হাজার হিজড়া বসবাস করে । হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি শিুরু হয় ৭টি জেলায় ২০১২-২০১৩ অর্থ বছরে । 
সরকার বিভিন্ন ভাবে তাদের  কে অর্থ সহায়তা দিয়ে আসছে । বর্তমান সরকার তাদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে । তারপরও তারা লিঙ্গ  বৈষম্য এর স্বীকার হয় । তারা যৌন হয়রানির স্বীকার হয় বেশি । তারা বিভিন্ন ভাবে জীবন জীবিকা নির্বাহ করে থাকে । হিজড়া বলে  কেউ তাদের কাজ দিতে চায়না । তাদের  সন্তানদের স্কুল কলেজে , বিশ্ববিদ্যালয় এ ভর্তি নিতে চায়না । তারা পরিচয় গোপন করে বিভিন্ন কম্পানি তে জব করে জীবিকা নির্বাহ করে থাকে । তারা রাস্তা ঘাটে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চেয়ে অর্থ উপার্জন করে থাকে । তারা মানুষের কাছে টাকা চাওয়ার সময় বিভিন্ন উক্তি যুকি ও মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে । তারা সমাজে বিভিন্ন ভাবে উপেক্ষিত । করোনা ভাইরাস কালে তাদের জীবন  দুর্বিষহ হয়ে পড়ে । করোনাভাইরাস কালে বিভিন্ন অঞ্চলে লকডাউন থাকার কারণে তারা ঘরের বাহিরে যেতে না পারায় অর্থ উপার্জন এর পথ বন্ধ হয়ে যায় । তারা খেয়ে না খেয়ে কোনরকম দিন অতিপাত করে থাকে । ফলে তারা সমাজে  চুরি , ছিনতাই  , শিশু অপহরণ , রাহাজানি দেহ ব্যবসা প্রভৃতি অপরাধ কর্মে জড়িয়ে পড়ে । তাদের জীবনমান  কে  উন্নত করতে  সরকারকে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে । বাংলাদেশে হরেক রকমের জনগোষ্ঠী বসবাস করে থাকে । জাতিসংঘের সংঙ্গামতে হিজড়ারা বাংলাদেশে ক্ষুদ্র জনগোষ্ঠী । এদের জীবন মান কে উন্নত করতে হলে সব ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে । সমাজে দৃষ্টি ভঙ্গি বদলাতে হবে । সকল প্রতিষ্ঠানে তাদের অবাধ বিচরণের সুযোগ করে দিতে হবে ।  তাদেও জীবনমান উন্নত করতে হলে শিক্ষার কোন বিকল্প বলতে কিছুই নাই । সমাজের সর্বস্তরের লোক কে তাদেও কে সাহায্যেও হাত বাড়িয়ে দিতে হবে  তাহলে তাদের জীবন  আরও উন্নতও সুদৃঢ় হবে । 
 

আরও পড়ুন

×