প্রকাশিত: 18/07/2020
রামু কাউয়ারখোপ ইউনিয়নের মনির ঝিল, বাঁকখালী নদীর ওপর সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। কাউয়ারখোপ টু মনিরঝিল পারাপারে একমাত্র নৌপথ। ওপারে বসবাস করেন ২০থেকে ৩০ হাজার মানুষ। সেই নদী পারাপারের সময় অনেক দুর্ঘটনা হতে দেখা যায় বলে এলাকাবাসী জানায়। অনেক সমস্যার কথা তুলে ধরেন এলাকারবাসীরা। তাদের দুঃখ কষ্টের শেষ নেই। অসুস্থ রোগী নিয়ে নৌপথে আসতে সমস্যা হয় বলে দাবি এলাকাবাসীর। নৌপথে পাড়ি দিতে অনেক বিভ্রান্তি ও সমস্যা হয় বলে জানান এলাকারবাসীরা, উপরের ব্যবসায়ীরা মালামাল নিয়ে পারাপার করার সময় অনেক সমস্যা হয় বলে জানালেন। মনির জিল বাসীর একটাই দাবি, একটাই চাওয়া, একটাই স্বপ্ন, কখন দেখতে পাবে এই স্বপ্নের সেতু। মনির ঝিল বাসীর শিক্ষার হার এগিয়ে আছে। শিক্ষার প্রতিষ্ঠানগুলো রয়েছে কাউয়ারখোপ ইউনিয়নের পাশে। মনির ঝিলে কোনো শিক্ষার প্রতিষ্ঠান নেই।প্রাইমারি স্কুল এবং হাই স্কুল, হয়েছে কাউয়ারখোপের তার কারণে তরুণ-তরুণীরা পড়াশোনা করার জন্য নদী পাড়ি দিয়ে যেতে হয়। এলাকার চেয়ারম্যান সহ মেম্বার যারা রয়েছেন। মনির ঝিল বাসীর মিলে মিশে দাবি স্বপ্ন দেখেন সাধারণ জনগণের। অনুরোধ করলেন। প্রিয় মাটি ও মানুষ জনদরদি নেতা, জনাব আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপির কাছে। এলাকাবাসীর আশাটা স্বপ্নটা পূরণ করে দেওয়ার দাবি ও অনুরোধ করলেন তিন ওয়ার্ডের সাধারণ জনগণ।