প্রকাশিত: 02/10/2019
“বৈশ্বিক প্রতিযোগিতা উৎপাদনশীলতা” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,
উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. রুম্মান আক্তার, সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, ইন্সট্রাক্টর মোফাখ্ধসঢ়;খারুল ইসলাম, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ প্রমুখ।