প্রকাশিত: 22/07/2020
দিনাজপুরের ফুলবাড়ীতে বজ্রপাতে ফরিদ হোসেন নামের এক দিনমজুরের বসতবাড়ী ভস্মিভূত হয়েছে। এতে ওই দিনমজুর পরিবার এখন নিঃস্ব হয়ে পড়েছেন।
ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮ টায় ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়নের কাজীহাল দাদুল গ্রামে।
বিষয়টি জানার পর গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন এবং ভারপ্রপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মহোদয় বজ্রপাতে নিঃস্ব পরিবারের খোঁজখবর রাখছেন।
ক্ষতিগ্রস্ত এই পরিবারকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। দ্রæত পরিবারটিকে পুনর্বাসন করা হবে।
তিনি বলেন, দেশে জাতির পিতার কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুলবাড়ী-পার্বতীপুর এলাকার জাতীয় সংসদ সদস্য থাকলে স্থানীয় কাউকেই কোন কষ্টে থাকতে হবে না।
যেকোন প্রকার দুর্যোগ আসলেও বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মহোদয়ের দিকনিদের্শনায় সকল প্রকার দুর্যোগ কাটিয়ে উঠতে তার নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন কাজীহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক রতন, ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এএসএম নাসিম মাহমুদ প্রমুখ