প্রকাশিত: 23/07/2020
করোনা ভাইরাস মহামারীকে গুরুত্ব না দেয়া ব্রাজিল প্রেসিডেন্ট জেইর বোলসোনারো।গত দুই সপ্তাহেও ভালো হয়নি তার করোনা ভাইরাস।
গতকাল বুধবার তৃতীয় পরীক্ষায়ও তার করোনা পজিটিভ ধরা পড়ে। এ তথ্য নিশ্চিত করেছেন তার দফতরের একজন কর্মকর্তা।
উল্লেখ্য, গত ৭ জুলাই ব্রাজিল প্রেসিডেন্ট জেইর বোলসোনারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। কেটে গেছে দুই সপ্তাহের বেশি সময়।
প্রেসিডেন্ট বোলসোনারো দেশটিতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বারবার এ মহামারিকে তুচ্ছজ্ঞান করেছেন। সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন স্বাস্থ্যবিধিকেও অবজ্ঞা করে আসছিলেন। এমনকি নিজ দেশে মৃত্যু ও সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকলেও তার এই চরিত্র বদলায়নি এতটুকু। রীতিমত সমাবেশ শোডাউন করেছেন।